'আপনারা সাবধান হোন। আইনের প্রতি শ্রদ্ধা ও সহনশীল হোন' র্যাবকে উদ্দেশ্য করে বললেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘বাংলাদেশে পুলিশের দায়বদ্ধতা শক্তিশালীকরণ : চ্যালেঞ্জ এবং কৌশল’ বিষয়ে যৌথভাবে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন এবং ভারতের কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ।
নারায়ণগঞ্জের ঘটনার কথা উল্লেখ করে মিজানুর রহমান বলেন, 'উপরের নির্দেশে মূল অভিযুক্ত বা আসামিকে বাদ দিয়ে অন্যদের গ্রেফতার করাও আইনের লংঘণ।'
র্যাবকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'উপরের নির্দেশে করেছি, খুনিরা পালিয়ে গেছে, অমুককে ধরা যাবে না, তমুককে জিজ্ঞাসাবাদ করা যাবে না- এসব কথা বলে পার পাওয়া যাবে না।'