বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেন, 'বাংলাদেশে গণতন্ত্রের প্রসারে অব্যাহতভাবে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।'
আজ রবিবার সকালের রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মজিনা বলেন, 'সন্ত্রাস সহিংস চরমপন্থা মোকাবেলা, আঞ্চলিক নিরাপত্তার প্রসার, বৈশ্বিক শান্তি বজায় রাখা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তা অর্জন, বাণিজ্য ও বিনিয়োগ প্রসার, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং বাংলাদেশকে দুর্যোগের সঙ্গে, বিশেষ করে ভূমিকম্পের সঙ্গে মোকাবেলায় সাহায্য করাই মার্কিন যুক্তরাষ্ট্র সব সময়ই সচেষ্ট।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশের সঙ্গে আমেরিকার অংশীদারিত্ব আরো শক্তিশালী, আরো গভীর ও যে কোনো সময়ের চেয়ে অধিক বিস্তৃত হয়েছে।'