নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শরমিন চৌধুরী। রবিবার দুপুরে বিশেষ বিমানে তিনি দিল্লি পৌঁছান। বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানান ভারতের উচ্চপদস্থ কর্মকর্তরা। মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক ভারতীয় রাজনৈতিকের সঙ্গে দেখা করার কথা আছে তার।
সোমবারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সার্ক-ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচীর কারণে প্রধানমন্ত্রী হাসিনার পক্ষে সশরীরে এই অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব নয় বলে আগেই জানিয়েছিল ঢাকা। তাঁর দূত হয়ে জাতীয় সংসদের স্পিকার এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানিয়ে দেওয়া হয়।