নারায়ণগঞ্জ-৫ আসনে উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, যিনি এই আসনে একবার সংসদ সদস্য ছিলেন। রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাবেক এ আহ্বায়ক।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য নারায়ণগঞ্জ-৫ আসনে আগামী ২৬ জুন ভোট হবে। নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই উপনির্বাচনের প্রার্থিতার ঘোষণা দিলেন অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মকর্তা।
ক্ষমতাসীন আওয়ামী লীগ এই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও এখনো কোনো প্রার্থীর নাম প্রকাশ করেনি তারা। তবে প্রয়াত নাসিমের স্ত্রী ও মেয়ের নাম আলোচনায় রয়েছে।