ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত চারজনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার দুপুরে ফেনীতে আটককৃত ইকবাল, সাখাওয়াত, আলাউদ্দিন ও আনোয়ার এই চারজনকে আদালতে নেওয়া হয়। সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আমিন তাদের রিমান্ডের আদেশ দেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আবিদ, সিফাত, শিপন, হেলাল, শিবলু গ্রেফতাকৃত এই পাঁচজনকে আদালতে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০ মে ফেনী শহরের ফারুক হোটেলের সামনে নিজের গাড়ির ভেতরে গুলি করে, কুপিয়ে ও আগুনে পুড়িয়ে একরামকে হত্যা করে সন্ত্রাসীরা।