স্থানীয় সরকার বিভাগে প্রকল্প ও বিশেষ বরাদ্দ পাওয়ার জন্য ঘুষ দিতে হয় প্রকল্প ভেদে ১০ শতাংশ পর্যন্ত। আর স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কার্যাদেশ মূল্যের ৫ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে হয়।
আজ রবিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে এসব তথ্য ওঠে আসে। রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে 'স্থানীয় সরকার খাত: প্রশাসনের সমস্যা ও উত্তোরণের উপায়' শীর্ষক এই প্রতিবেদনে বলা হয় স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে ব্যাপক পরিমাণে অনিয়ম ও দুর্নীতি হয়ে থাকে।
প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির গবেষণ রবিউল ইসলাম ও ফারহানা রহমান। এই প্রতিবেদনের ওপর সেখানে গোলটেবিল আলোচনাও হয়।