জিয়া অরফ্যানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ফান্ড দুর্নীতি মামলার সকল কার্যক্রম তিনমাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার দুপুরে এ আদেশ দেন।
উল্লেখ্য, খালেদা জিয়ার বিরুদ্ধে এ দুটি মামলায় নিম্ন আদালতে অভিযোগ গঠন করা হয়েছিল এবং সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। আজ উচ্চ আদালত এ মামলা দুটির সকল কার্যক্রম তিনমাসের জন্য স্থগিত করেছেন।
একইসঙ্গে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেব রায়ের নিয়োগকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।