উত্তরবঙ্গের ১৬ জেলায় অনির্দষ্টিকালের পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনে গড়িয়েছ। আজ সোমবারও রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ স্থানে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় অবৈধ যান চলাচল ও চাঁদাবাজি বন্ধসহ ছয় দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দষ্টিকালের ধর্মঘটের কারনে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
গতকাল রবিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে উত্তরবঙ্গের ১৬টি জেলায়। আজও সকালে রাজশাহী বিভাগের কোথাও কোন যান চলাচল করতে দেখা যায়নি। রংপুর বিভাগেও একই অবস্থা চলছে। এ পরিবহন ধর্মঘটের ফলে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে কাঁচা পণ্য পরিবহনের ক্ষেত্রে।
শনিবার বিকেলে রাজশাহীর 'বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ' ধর্মঘটের ডাক দেয়। প্রথমে তারা আট জেলায় ধর্মঘটের ডাক দেন। পরে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রংপুর বিভাগের আট জেলাতেও একই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এ কারণে রংপুর বিভাগের আট জেলার উপর দিয়েও কোন যানবাহন দেশের অন্য কোনো স্থানের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারছে না।
পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন, পরিবহন ধর্মঘট প্রত্যাহার নিয়ে রবিবার রাতে বগুড়ায় জেলা প্রশাসনের সঙ্গে মালিক শ্রমিক সংগঠনের বৈঠকটি ব্যর্থ হয়। এরপর আজ সোমবার বিকাল ৩ টায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে আবারও বৈঠকের আহ্বান করা হয়।