'ভারতের সরকার পরিবর্তনের ফলে বিএনপির মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। কিন্তু এতে কোনো লাভ হবে না। কোনো বিদেশি বন্ধুই বিএনপির কাজে আসবে না' বললেন নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল বলেন, 'বিদেশি কোনো বন্ধুই আপনাদের কাজে আসবে না। কারণ এদেশের জনগণ আপনাদের আর ক্ষমতায় দেখতে চায় না।'
তিনি বলেন, 'বিএনপির মাথায় এমন পচন ধরেছে যার দুর্গন্ধের কারণে মানুষ তাদের কাছে যেতে পারছে না। জনগণকে সঙ্গে না পেয়ে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।'
তিনি আরও বলেন, 'নিরাপত্তার স্বার্থেই খালেদা জিয়ার মামলার কার্যক্রম বিশেষ এজলাসে হস্তান্তর করেছে সরকার। কিন্তু তা নিয়ে বিভ্রান্তি ছড়াতে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত তারা।'