নারায়ণগঞ্জের আলোচিত সেভেন ‘মার্ডার’ ঘটনায় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার প্রত্যাহারকৃত দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ প্রশাসনের ছয় জনকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কমিটি।
সোমবার বিকেল সোয়া ৩টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজে গণশুনানিতে ওই ছয় জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ছয় পুলিশ সদস্য হলেন ফতুল্লা থানার প্রত্যাহারকৃত সাবেক ওসি আকতার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার প্রত্যাহারকৃত সাবেক ওসি আবদুল মতিন, ফতুল্লা থানার সাবেক পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, জেলা ডিবির সাবেক পরিদর্শক (তদন্ত) আবদুল আউয়াল, ফতুল্লা থানার সাবেক উপ পরিদর্শক (এসআই) ফজলুল হক ও জহিরুল ইসলাম।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজে তদন্ত কমিটির প্রধান জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলীর নেতৃত্বে সাত সদস্যের কমিটি জিজ্ঞাসাবাদ ও গণশুনানিতে উপস্থিত আছেন।
সাবেক জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, সাবেক এসপি সৈয়দ নুরুল ইসলামের জিজ্ঞাসাবাদ ইতোমধ্যে শেষ হয়েছে।