জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদকে চিকিৎসার জন্য বিদেশ যেতে অনুমতি দিয়েছেন হাইকোর্ট।
সোমবার সাপ্লিমেন্টারি লিস্টের আলোকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ এবং বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ কাজী জাফর আহমদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিদেশে চিকিৎসার জন্য যেতে তিন মাসের অনুমতি দেন।