বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন,'ঝুঁকিপূর্ণ পোশাক কারখানার বৈশ্বিক গড়ে বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে ভালো।'
তিনি জানান, 'রানা প্লাজার ধসের পর অ্যাকর্ড (ইউরোপীয় ইউনিয়নভুক্ত ক্রেতাদের জোট) এবং অ্যালায়েন্স ( উত্তর আমেরিকার ক্রেতাদের জোট) ১ হাজার ৫০০ কারখানা পরিদর্শন করেছে। এর মধ্যে মাত্র ১৯টি কারখানা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে, যার গড় হার ২ শতাংশেরও কম। যেখানে সারাবিশ্বে ঝুঁকিপূর্ণ কারখানার গড় ২ শতাংশ।'
আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও নেদারল্যান্ডের এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনের আগে বাণিজ্যমন্ত্রী অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ডেনমার্ক, নেদারল্যান্ডসহ ৫টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশের পোশাক কারখানার মানোন্নয়ন, পরিবেশের উন্নয়ন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, শ্রমিক অসন্তোষ কমে যাওয়া নিয়ে রাষ্ট্রদূতরা সন্তোষ প্রকাশ করেছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
এছাড়া পরিদর্শনে বন্ধ হয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন-ভাতা পরিশোধে আগামীতে অ্যালায়েন্সের মতো অ্যাকর্ডও সহযোগিতা করবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, 'আগামীতে বালি প্যাকেজ বাস্তবায়ন হলে আমরা উন্নত দেশগুলোতে কোটামুক্ত বাজার সুবিধা পাবো। এ সুবিধা পেলে আমরা বিশ্বের এক নম্বর পোশাক রপ্তানিকারক দেশ হতে পারব।'
আগামী বাজেটে তৈরিপোশাক কারখানার সব ধরনের নিরাপত্তা যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেয়া হবে বলেও জানান তোফায়েল আহমেদ।