ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় রিমান্ডে থাকা আসামি জাহিদ চৌধুরীর কার্যালয় থেকে একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করেছে পুলিশ। পিস্তলটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
ফেনী থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন বলেন, 'আসামি জাহিদ চৌধুরীর কার্যালয়ে টেলিভিশন বাক্সের ভেতর থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। তার কার্যালয়টি শহরের মিজান রোডের সালাম কমিউনিটি সেন্টারের পেছনে। গত রবিবার হত্যাকাণ্ডে সন্দেহভাজন জাহিদ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে, গতকাল সোমবার জাহিদকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুসারে তার কার্যালয় থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।