ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে মীর হোসেন স্বপন, জাহিদুল ইসলাম, মোহাম্মদ সজিব ও আবদুর রব নামে ৪ জনকে আটক হয়েছে। এদের মধ্যে র্যাব-১ গাজিপুর জেলা থেকে মীর হোসেন স্বপন, জাহিদুল ইসলামকে আটক করে।
র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মহিউদ্দিন জানান, স্বপন ও জাহিদের স্বাকারোক্তিতে গতকাল সোমবার রাতে র্যাব-৭ ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় অভিযান চালিয়ে মো. সজিব নামে আরেক জনকে আটক করেছে। তার কাছ থেকে একরাম হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে র্যাব।
আজ মঙ্গলবার দুপুরে র্যাব-৭ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে। আটক হওয়া মীর হোসেন স্বপন ও জাহিদুল ইসলামকে র্যাব ফেনী মডেল থানায় হস্তান্তর করলেও মোহাম্মদ সজিব এখনও র্যাবের হেফাজতে রয়েছেন।
এদিকে, আজ দুপুরে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রবকে আটক করে।
অপরদিকে, হত্যার মূল পরিকল্পনাকারী জাহিদ চৌধুরী পুলিশি রিমান্ডে স্বীকারোক্তিতে আজ মঙ্গলবার সকালে শহরের সালাম কমিউনিটি সেন্টারের টেলিভিশনের বক্স থেকে একটি বিদেশি পিস্তল ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। এই নিয়ে একরাম হত্যা মামলায় গ্রেফতারের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।