ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার ঢাকায় গ্রেফতার। আজ মঙ্গলবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাইদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
গত ২০ মে ফেনী শহরে প্রকাশ্যে একরামুলকে গুলি চালানোর পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত একরামের ভাই।
মিনারের আগে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের সাতজন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়ার কথা স্বীকার করেছেন।