সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা সানাইয়া এলাকায় হিলা নামে সোফা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নয় বাংলাদেশির মধ্যে ছয় জনের মৃতদেহ শুক্রবার এবং তিন জনের মৃতদেহ মঙ্গলবার বাংলাদেশে নিয়ে আসা হবে।
আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস।
নিহত নয় বাংলাদেশি হলেন- কুমিল্লা জেলার মো. জালাল (৩৫), আ. গাফফার (৩২), মো. সেলিম (৩৫), বাহাউদ্দিন (৩১), নাজির হোসেন (৩৫), মতিউর রহমান (৩২) ও শাহ আলম (৩৫) এবং ফেনীর জাকির (৫৫) ও মাদারীপুরের আফতাব (৪৫)।