সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে আরও দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় আজ বৃষ্টি হতে পারে। এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এসব জায়গায় বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া থাকতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে রাজধানীতে মুষলধারে বর্ষণ না হলেও ডুবে গেছে অনেক অলি-গলি। পানি জমে যাওয়ার কারণে কোথাও কোথাও রিকসাভাড়া দ্বিগুণ করে দিয়েছেন রিকসাচালকরা। বাধ্য হয়েই পথচারিদের চার টাকার হাটা দূরত্ব ২০ টাকা দিয়ে পাড়ি দিতে দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। নিম্নচাপটি এখন ওডিশা উপকূলে অবস্থান করছে। আরও দুই দিন বৃষ্টি থাকবে। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন রাঙামাটিতে ২৩ দশমিক ৬। ঢাকায় আজ সূর্যাস্ত ছয়টা ৪০ মিনিটে। কাল সূর্যোদয় পাঁচটা ১২ মিনিটে।