টানা তিন দিনের পরিবহন ধর্মঘট শেষে স্বাভাবিক হয়ে এসেছে সারা দেশের সঙ্গে রাজশাহী বিভাগের যোগাযোগ ব্যবস্থা। বুধবার খুব ভোরেই রাজশাহী ছেড়ে যেতে দেখা গেছে দূরপাল্লার যাত্রীবাহী বেশ কয়েকটি বাস।
যোগাযোগ ব্যবস্থা সচল হয়েছে আন্ত:জেলা বাস চলাচলেও। আর তাই তো বুধবার সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়ক মহাসড়কগুলোতে বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে।
ধর্মঘটের ফলে রাজশাহীতে আটকে থাকা সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন। ফলে স্বাভাবিক হয়ে এসেছে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা।
এর আগে মঙ্গলবার রাতে রাজশাহী বিভাগের ৮ জেলার পরিবহন ধর্মঘট আগামী ৭ জুন পর্যন্ত স্থগিত করা হয়।
বগুড়ায় এক আলোচনা সভায় রাজশাহী বিভাগের পরিবহন শ্রমিক নেতারা এ সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, গত ২৫ মে সকাল ৬টা থেকে ছয় দফা দাবিতে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট শুরু হয়।