মুন্সীগঞ্জের জনসভায় খালেদা জিয়া
মুন্সীগঞ্জের লক্ষ্মীগঞ্জ লঞ্চঘাটে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সভা মঞ্চে উপস্থিত হন তিনি।
এর আগে বেলা পৌনে ৩টার দিকে তিনি গুলশানের বাসা থেকে রওয়ানা হন। মুন্সীগঞ্জ পৌঁছে সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে তিনি জনসভায় যোগ দেন।
দেশব্যাপী গুম, খুন, অপহরণ ও দুর্নীতির প্রতিবাদে বিএনপি এ জনসভা আয়োজন করেছে। খালেদা জিয়া এ জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
আবহাওয়া খারাপ থাকায় বরাবরেরে মতো এবার খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে রাস্তার ধারে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়নি। তবে দলের চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে মুন্সীগঞ্জ শহর ও এর আশপাশের এলাকাজুড়ে অসংখ্য ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড লাগানো হয়েছে।
এদিকে, জনসভায় যোগ দিতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, সদর উপজেলা বিএনপি সভাপতি মহিউদ্দিন আহমেদ, শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র একেএম ইরাদত মানু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা জাসাস সাধারণ সম্পাদক মঈনউদ্দিন সুমনসহ শত শত নেতাকর্মী সভাস্থলে অবস্থান করছেন।