ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দীন চৌধুরী মিনারের রিমান্ড আবেদনের শুনানি শুরু হয়েছে।
বিকেল ৪টা ২৫ মিনিটে মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের নেতৃত্বে ফেনী মডেল থানা থেকে তাকে আদালতে আনা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খায়রুল আমীনের আদালতে তার রিমান্ডের শুনানি চলছে।
মিনারের জামিনের জন্য তার পক্ষে লড়ছেন ফেনী বারের সাধারণ সম্পাদক অ্যাডভোটেক বাহারউদ্দীনসহ ১২ আইনজীবী।
এর আগে, গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে মিনারকে ঢাকার কচুক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে ফেনীতে নিয়ে আসা হয়।