ফেনীর ফুলগাজী উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকান্ডের প্রধান আসামি মাহাতাব উদ্দিন চৌধুরীকে ৭ দিনে রিমান্ড দিয়েছে আদালত। একই মামলায় আদালত আবদুর রবকে ৫দিন ও সজিবকে ২দিনের রিমান্ড দিয়েছেন।
ফেনী মডেল থানার পুলিশ আজ বিকালে ফেনীর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আমলি আদালত- ১ এর বিচারক খায়রম্নল আমিন'র আদালতে মিনার চৌধুরীসহ বাকীদের হাজির করেন। পুলিশ মিনারে ১০ দিনের রিমান্ড ও অন্যদের বিভিন্ন মেয়াদে রিমান্ড চাইলে আদালত এই রায় দেন।
গতকাল বিকালে মিনারকে ঢাকা থেকে ডিবি পুলিশ আটক করে আজ ভোর ৪টায় ফেনী থানা পুলিশের কাছে সোপর্দ করে। কঠোর নিরাপত্তার মধ্যে পুলিশ মিনারকে পুলিশ লাইনে রেখে বিকাল সাড়ে ৪টার দিকে আদালতে নিয়ে আসে।
ফেনী সদর উপজেলা কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রবকে পুলিশ গতকাল কাজির বাগের সোনাপুর থেকে আটক করে।
ঢাকার গাজিপুর থেকে র্যাবের হাতে আটককৃত জাহিদুল ইসলামের স্বীকারোক্তীতে সোমবার গভীর রাতে শহরের বিরিঞ্চ এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ সজিবকেও আটক করে র্যাব। র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মহিউদ্দিন জানান জাহিদুল পিস্তলটি সজিবকে রাখতে দিয়েছিলো বলেও প্রাথমিক তদনে্ত জানা গেছে। পরে গতকাল রাতে র্যাব সজিবকে ফেনী মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন র্যাব।
একরামুল হক একরাম হত্যাকান্ডের পর তার বড় ভাই রেজাউল হক জসিম উপজেলা নির্বাচনে একরামের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহাতাব উদ্দিন চৌধুরী মিনারকে প্রধান আসামি করে অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা করে।
এদিকে একরাম হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবীতে আজও ফেনীর ফুলগাজী ছিল উত্তাল। উপজেলার বন্ধুয়া ও দৌলতপুরে স্বস্তরের নারি পুরুষ বিক্ষোভ ও মানব বন্ধন করেছে। মানব বন্ধন চলাকালে প্রায় দু ঘন্টা ফেনীর সাথে ফুলগাজী ও পরশুরাম উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বিক্ষোভকারীরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের নাম ধরে এসময় তাদের ফাঁসি দাবী করেন।
তারা জানান, ফেনীর এই পুলিশ প্রশাসন দিয়ে একরাম হত্যার সুষ্ঠু বিচার হবেনা। কারণ একরামের হত্যাকারীদের সাথে পুলিশের অতিত থেকে সখ্যতা রয়েছে। তারা বিচার বিভাগীয় তদনে্তর পাশাপশি মামলাটি সিআইডির কাছে হস্তান্তরের ও দাবী জানান। একরামের হত্যাকারীদের পুলিশ রিমান্ডে জামাই আদর করা হচ্ছে বলে তারা বিভিন্ন প্লেকার্ড প্রদর্র্শণ করেন।
এদিকে রিমন্ডে থাকা আসামিদের স্বীকারোক্তীতে পুলিশ দাগনভূঞা উপজেলার জায়লস্কর থেকে জিয়াউল হক বাপ্পি নামে একজনকে আটক করে। পরে তাকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।