দেশে রক্ষীবাহিনী স্টাইলেগুম ও খুনের ঘটনা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ বুধবার বিকেল মুন্সীগঞ্জের লক্ষ্মীগঞ্জ লঞ্চঘাটে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, 'এই সংসদ চলে জনগণের টাকায়। সেই সংসদে আজ কী চলছে? গালাগালি আর মুখবাজি। বাংলাদেশে আজ কী চলছে? টেন্ডারবাজি, জমিদখল, সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব চলছে ফ্রিস্টাইলে। আওয়ামী লীগের মন্ত্রীরা কারো ধার ধারে না। কারণ তারা নির্বাচিত নয়।'
তিনি বলেন, 'সরকারি জিনিস কোনও আইন নীতি না মেনে বিক্রি করা হচ্ছে। দুর্নীতিবাজ অবৈধ সরকার এখন ক্ষমতায়। এরা ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মানুষ গুম হচ্ছে। সিলেটের ইলিয়াস আলীকে কীভাবে গুম করা হয়েছে তা আপনারা জানেন। তিনি এলাকায় জনপ্রিয় ছিলেন। তিনি উচ্চ গলায় কথা বলতেন। এ কারণেই তাকে গুম করা হলো। পরে যারা এই গুমের প্রতিবাদ করেছে তাদেরও গুম করে ফেলেছে।'