চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজের মাধ্যমে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকা প্রতিনিধি দলের সদস্যরাও ছিলেন।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের আমন্ত্রণে জাপান সফর করেন শেখ হাসিনা। সফরকালে দু'দেশের নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, সাহায্য-সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
গত শনিবার রাত ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজে করে জাপানের উদ্দেশে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী।