শেখ মুজিবুর রহমানের ব্যর্থতাই জিয়াউর রহমানকে রাজনীতিতে এনেছে বলে দাবি করেছেন বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, 'গণতন্ত্র হত্যা এবং দেশ পরিচালনায় শেখ মুজিবের চরম ব্যর্থতাই জিয়াউর রহমানকে রাজনীতিতে এনেছে। মুজিব নিজের দল আওয়ামী লীগকেই গলা টিপে হত্যা করেছিলেন।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় গ্রেটার লন্ডনের ইলফোর্ডস্থ একটি ব্যাঙ্কুটিং হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তারেক এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, 'লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিতে আসার কোনও বিকল্প ছিল না।'
সংগঠনের স্থানীয় শাখার সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কার্ডিফ ইউনিভার্সিটির অধ্যাপক ড. কে এম মালেক, সংগঠনের যুক্তরাজ্য শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলম ও বগুড়া বিএনপি'র সভাপতি ভিপি সাইফুল ইসলাম প্রমুখ।