ভারতেরপররাষ্ট্র মন্ত্রালয়ের দেওয়া ভিসা উদারীকরণের প্রস্তাব খারিজ করলো দেশটির স্বরাষ্ট্রমন্ত্রালয়।
বাংলাদেশের সঙ্গে ভারতের ভিসা ব্যবস্থা শিথিল করার প্রশ্নে অাসাম রাজ্য সরকারের মতামত জানতে চেয়ে গত ১১ জুন চিঠি পাঠিয়েছিল ভারতের বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে বলা হয়েছিল ১৮ বছর বয়সের নীচে এবং ৬৫ বছর বয়সের উপরের কাউকে ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে হবে না। মন্ত্রক সূত্রে খবর ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নততর করার লক্ষ্যেই ভিসা ব্যবস্থায় এমন উদারীকরণের কথা বলা হয়েছে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রনালয়ের এ প্রস্তাব খারিজ করে দেয় আসাম রাজ্য সরকার। বিষয়টি নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রালয়ের মতামত জানতে চায় দেশটির বিদেশমন্ত্রালয়। কিন্তু সোমবার স্বরাষ্ট্রমন্ত্রালয়ের এক আধিকারিক বলেন বিদেশমন্ত্রালয় থেকে বাংলাদেশিদের 'ভিসা-অন-অ্যরাইভাল' এবং 'ভিসা মুক্ত' করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রালয়ের মতামত চাওয়া হয়েছিল। কিন্তু আমরা এই দুইটি প্রস্তাবই খারিজ করেছি। আমরা ইতোমধ্যে বিদেশমন্ত্রালয়ে যোগাযোগ করেছি এবং এই প্রস্তাবের বিরোধীতা করেছি।
আগামী ২৫-২৭ জুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরকালে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে মন্ত্রালয় সূত্রে খবর। ঢাকা সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করার কথা সুষমা স্বরাজের।