সুনামগঞ্জ জেলা পুলিশ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে সুনামগঞ্জে সতর্কতা জোরদার করেছে।
জেলা পুলিশের সূত্র জানায়, জেলার ১২টি থানায় অতিরিক্ত সতর্কতা জোরদার করার নিদের্শ দেওয়া হয়েছে। এর মধ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পাঁচ প্লাটুন রিজার্ভ পুলিশ আজ মঙ্গলবার সকাল থেকেই মোতায়েন আছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুণ আর রশীদ জানান, আজ মঙ্গলবার জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাই, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আরো জানান, পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবিকে সতর্ক রাখা হয়েছে।