জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় ঘিরে খুলনায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কাবস্থায় রয়েছে।
আজ মঙ্গলবারের রায় কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় খুলনা মহানগরীতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ ছাড়াও নগরীতে ৠাবের টহলও জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নগরীর বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। অতিরিক্ত টহল পুলিশের পাশাপাশি রয়েছে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ।