জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে অসুস্থ ঘোষণা করেছে কারা কর্তৃপক্ষ। তাকে আদালতে নেওয়া হয়নি। যুদ্ধাপরাধের ১৬ অভিযোগে অভিযুক্ত জামায়াতের এই নেতার বিরুদ্ধে অাজ মঙ্গলবার রায় ঘোষণার জন্য দিন রেখেছিলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
জেল সুপার ফরমান আলী সাংবাদিকদের বলেন, আপাতত তাকে আদালতে নেয়ার কোনো সম্ভাবনা দেখছি না। গতরাতে তার প্রেসার বেড়ে যাওয়ায় ওষুধ দেয়া হয়। সকালেও তার প্রেসার না কমায় ঘুমের ওষুধ দেয়া হয়। এখন তিনি ঘুমাচ্ছেন। ঘুম থেকে উঠলে তার স্বাস্থ্য পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া হবে।
নিজামীর আইনজীবী তাজুল ইসলাম আসামির অনুপস্থিতে রায় ঘোষণা না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আসামির অনুপস্থিতে রায় ঘোষণা আইন অনুযায়ী হবে না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ জানিয়েছেন, তারা শুনেছেন নিজামীর অসুস্থতার কথা জানিয়ে কারা কর্তৃপক্ষ ট্রাইব্যুনালকে চিঠি দিয়েছে।
তিনি বলেন, নিজামী তো পলাতক না, তিনি সব শুনানিতে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল আইনেও মামলার প্রক্রিয়া আসামির উপস্থিতিতে করতে বলা হয়েছে। এ অবস্থায় যদি তার অনুপস্থিতিতে রায় হয়, তাহলে সেটা ন্যায় বিচারের বিরুদ্ধেও যেতে পারে। তবে বিষয়টি ট্রাইব্যুনালের ওপরই নির্ভর করে।