জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় আজ হচ্ছে না, তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। যুদ্ধাপরাধের ১৬ অভিযোগে অভিযুক্ত জামায়াতের এই নেতার বিরুদ্ধে মঙ্গলবার রায় ঘোষণার জন্য দিন রেখেছিলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে সকালে কারা কর্তৃপক্ষ নিজামীর অসুস্থতার কারণ জানিয়ে চিঠি দেওয়ার পর শুনানি শেষে রায় ঘোষণা অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল।
শুনানিতে প্রসিকিউশন পক্ষে ছিলেন মোহাম্মদ আলী। আসামিপক্ষে ছিলেন মিজানুল ইসলাম। মোহাম্মদ আলী বলেন, বিষয়টি ট্রাইব্যুনালের এখতিয়ার। ট্রাইব্যুনাল অন্তর্নিহিত ক্ষমতায় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।
মিজানুল বলেন, বর্তমান পরিস্থিতিতে তার অনুপস্থিতে রায় দেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করছি না। কারণ উনি সব শুনানিতে ছিলেন এবং তিনি বর্তমানে কোর্টের কাস্টডিতে আছেন।