বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছেন।
আগামী ২ জুলাই বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিকদের সম্মানে খালেদা জিয়ার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার পার্টিতে অংশহণের জন্য আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় খালেদা জিয়ার পক্ষ থেকে দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দাওয়াতপত্রটি পৌঁছে দেন। দাওয়াতপত্র গ্রহণ করেন কার্যালয়ের কর্মকর্তা আলাউদ্দিন আহাম্মেদ।