আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, 'অসুস্থতার কারণে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির নিজামীর রায় বারবার পেছাবে না।'
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার খাজা নাজিমউদ্দিন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, 'দেশের প্রচলিত আইন অনুযায়ী সাজা ঘোষণার সময় অপরাধীকে আদালতে থাকতে হয়। সে বিবেচনায় নিজামীর আইনজীবীর পক্ষ থেকে তার অসুস্থতার কথা বলা হলে বিষয়টি আদালত আমলে নিয়েছে।'
বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, 'ব্যর্থ রাজনৈতিক দল দিয়ে সফল আন্দোলন হবে না।'
তিনি আরও বলেন, 'বিএনপি যদি সংলাপ চায় সংবিধানের ভেতরে থেকেই সংলাপ করতে হবে। সংবিধানের বাইরে থেকে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়।'