২০১৩ সালে জুলাই থেকে ২০১৪ সালের মে পর্যন্ত গত ১৫ মাসে ৫৬৫ দশমিক ৭৫ কেজি স্বর্ণ আটক করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আটক এ স্বর্ণের মূল্য ২৫৫ কোটি ৮১ লাখ ৩৩ হাজার ৯০৪ টাকা। স্বর্ণ আটকের বিষয়ে বিমানবন্দর থানায় ৫৩টি ফৌজদারি মামলা করা হয়েছে এবং ৫৪জন আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত মো. আব্দুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।