চট্টগ্রামে পুলিশ হেফাজতে মো. রোকনুজ্জামান (৪০) নামে এক আসামির মৃত্যুর ঘটনায় আদালতে ছয় পুলিশসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোকনুজ্জামানের স্ত্রী শিমু আক্তার বাদী হয়ে মহানগর হাকিম আহমদ সাঈদের আদালতে বুধবার দুপুরে মামলাটি করেন। আদালত মামলার আরজিতে উত্থাপিত অভিযোগ অনুসন্ধানের জন্য নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, আদালত নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে অভিযোগ অনুসন্ধানের পাশাপাশি সংশ্লিষ্ট আলামত জব্দ করা, সাক্ষীদের ১৬১ ধারায় জবানবন্দি নেওয়া, প্রয়োজনে পুনঃময়নাতদন্ত করে ২৩ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তরা হলেন, পাঁচলাইশ থানার এসআই আমির হোসেন, বাকলিয়া থানার এএসআই মো. এনায়েত হোসেন, পাঁচলাইশ থানার তিন কনস্টেবল মিজানুর রহমান (নম্বর-২৩৯০), মোছলেম (৪০৪৫) ও খোকন মিয়া (৩৯৫৮), আনসার কনস্টেবল শাহীনুর আলম (১৯১৬৭৭৫), পাঁচলাইশ থানার গাড়িচালক কনস্টেবল আকবর (৭১৭৮), পুলিশ সোর্স মো. জামাল ও হুমায়ূন কবির এবং ঘটনাস্থলে থাকা সাধারণ নাগরিক হারুনুর রশিদ ডিউক।
গত ১৮ জুন রাতে গ্রেফতারের পর পাঁচলাইশ থানা পুলিশ হেফাজতে রোকনুজ্জামানের মৃত্যু হয়।