যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন এম জিয়াউদ্দিন। পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা ওয়াশিংটনে আকরামুল কাদেরের স্থলাভিষিক্ত হলেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় জিয়াউদ্দিনকে তিন বছরের চুক্তিতে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে। তিনি বর্তমানে অ্যামবাসেডর অ্যাট লার্জ হিসেবে কর্মরত রয়েছেন। এই নিয়োগ বাতিল করে তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
অবসরপ্রাপ্ত এই কূটনীতিক কর্মজীবনে দেশে ও বিদেশে বহু দায়িত্ব পালন করেন। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অফ প্রটোকলের দায়িত্বেও ছিলেন তিনি। বর্তমান সরকার ২০০৯ সালে সরকার গঠনের পর জিয়াউদ্দিনকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসেবে নিয়োগ দেন।
আকরামুল কাদের ২০০৯ সালের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। পরে কয়েক দফায় তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। চলতি মাসেই তার সর্বশেষ নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে।