নির্বাচনে যে কোন ফলাফল মেনে নিতে মানষিকভাবে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান। আজ সকালে নারায়ণগঞ্জ ক্লাব ভোটকেন্দ্রে সাংবাদকিদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। সেটা মেনে নেওয়াটাই নিয়ম। আমি যে কোন ফলাফল মেনে নিতে প্রস্তুত আছি।'
এদিকে সেলিম ওসমানের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে তাকে বিশেষ নিরাপত্তা দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ব্যাপারে নির্বাচন কমিশন বলেছে, অন্য কোন প্রার্থীও যদি নিরাপত্তা চেয়ে আবেদন করে তাহলে সেটাও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
এখন পর্যন্ত ভোটকেন্দ্রগুলো থেকে সহিংসতার তেমন কোন খবর পাওয়া যায়নি। বর্তমানে রিটার্নিং অফিসার মীর সরোয়ার মোর্শেদ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সব কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। একটি কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তার কাছে এসেছিল। তিনি তাৎক্ষণিক সেখানে যান। তবে অভিযোগটা ভিত্তিহীন ছিল।