নারায়ণগঞ্জ-৫ উপনির্বাচনে ভোটার স্লিপ না পাওয়ায় ভোট দিতে এসে বিপাকে পড়েছেন ভোটাররা। ভোটার নম্বর খুঁজে বের করে ভোট দিতে বিলম্ব হচ্ছে। এ কারণে অনেকেই ভোটকেন্দ্রমুখী হচ্ছেন না। তাই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও কম। যারা গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোট দিতে গিয়েছেন তারা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। বেশ কয়েকটি কেন্দ্রেই এ চিত্র দেখা গেছে।
সাধারণত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিয়ে আসার দায়িত্ব পালন করে থাকেন প্রার্থীরা। তারা তাদের কর্মী বাহিনী দিয়ে বাড়ি বাড়ি ভোটার নম্বরসহ স্লিপ পাঠিয়ে দেন। কিন্তু নারায়ণগঞ্জ-৫ নির্বাচনে অধিকাংশ ভোটারই কোনো স্লিপ পাননি বলে অভিযোগ করেন বিভিন্ন কেন্দ্রে আসা ভোটাররা।
সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ ক্লাব কেন্দ্র পরিদর্শনকালে রিটার্নিং অফিসার মীর সরোয়ার মোর্শেদকে ঘিরে ধরেন ভোটাররা। এ সময় তারা স্লিপ পাননি, ভোট দিতে পারছেন না বলে হৈ চৈ শুরু করেন। বাধ্য হয়ে রিটার্নিং অফিসার নিজে দাড়িয়ে বেশ কিছু ভোটারকে এসএমএস দিয়ে ভোটার নম্বর জানার পদ্ধতি শিখিয়ে দেন।