আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহীউদ্দীন খান আলমগীর বলেন, 'জেলা বাজেট সংবিধান পরিপন্থি। আমাদের একক রাষ্ট্রে এই ধরনের প্রস্তাবের সুযোগ নেই। এতে অযথা ব্যয় বৃদ্ধি পাবে এবং নতুন জট তৈরি করবে। তাই জেলা বাজেট চিন্তা ভাবনা থেকে বেরিয়ে জেলা পরিষদকে শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে।'
আজ বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মহীউদ্দীন খান বলেন, 'পুঁজিবাজারকে শক্তিশালী ও সূদূঢ় করতে দেশ তহবিল নামে বিশেষ তহবিল গঠন করতে হবে। এক্ষেত্রে অবসর ভাতা তহবিল গঠন করে সেখান থেকে এই বাজারে বিনিয়োগ করতে হবে।'
তিনি বলেন, 'কৃষি জমির মালিকানা চাষিদের হাতে থাকতে হবে। এজন্য কৃষি কমিশন গঠন করে তাদের সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া যেতে পারে।'
তিনি আরও বলেন, 'স্বাধীন সত্ত্বায় সমৃদ্ধি অর্জন করতে চাইলে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এজন্য স্বাস্থ্য বিমা চালুরও উদ্যোগ নিতে হবে।'