প্রধানমন্ত্রী শেখ হাসিনা নূর হোসেনকে ভারত থেকে ফেরত চেয়েছেন। আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে ঢাকায় সফররত ভারতীর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি এসময় ভারতের কাছে নূর হোসেনসহ অন্য যেসকল বাংলাদেশি দেশে অপরাধ সংগঠনের পর ভারতে পলাতক কিংবা আটক রয়েছেন তাদের ফেরত চান।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়টি তার দেশের সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী ব্রিফিংয়ে এসব কথা জানান।