তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতে মতৈক্য তৈরির চেষ্টা চলছে জানিয়ে এ চুক্তি সইয়ের ব্যাপারে আশ্বস্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
পাশাপাশি ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি ও এর আওতায় স্বাক্ষরিত প্রটোকল বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
আজ সকালে ঢাকা সফররত ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে ভারতীয় ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক জোন করতে দেশটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকে দুই দেশের ভিসা ব্যবস্থা সহজ করতে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
৬৫ বছরের বেশি বয়স্ক এবং ১৩ বছরের কম বয়সী বাংলাদেশিদের জন্য পাঁচ বছরের মাল্টিপল ভিসা দিতে ভারত সম্মত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে বুধবার রাতে ঢাকা পৌঁছান সুষমা স্বরাজ। গত মাসে ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর নরেন্দ্র মোদির মন্ত্রিসভার প্রথম কোনো সদস্য হিসেবে ঢাকা এলেন তিনি।