রাজধানীর চকবাজারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অফিসের পাশে ফুটপাতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
আজ শুক্রবার সকাল ৭টায় চকবাজারে বোর্ড অফিসের পাশে ফুটপাতে বস্তাবন্দি অবস্থায় এ লাশ উদ্ধার করেন চকবাজার থালা পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, লাশটিকে হাত-পা দড়ি দিয়ে বেঁধে প্রথমে একটি কার্টনে ভরা হয়, পরে সেটা বস্তাবন্দি করা হয়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।