এক প্রকার তাড়াতাড়ি করেই গঠিত হচ্ছে ঢাকা মহানগর বিএনপির কমিটি। আর এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহবায়ক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে সদস্য সচিব করা হয়েছে।
১ সদস্যের নতুন এ কমিটি তিন মাসের মধ্যে সম্মেলন করে ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটিগুলো গঠনের পর কাউন্সিলের আয়োজন করবে। এ কমিটিকে সার্বিকভাবে সহযোগিতা করবে সিনিয়র নেতাদের নিয়ে গঠিত একটি উপদেষ্টা কাউন্সিল।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বলে জানিয়েছে বিএনপিরই এক দায়িত্বশীল সূত্র।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'নির্বাচনের কারণে মহানগর কমিটি গঠনে কিছুটা বিলম্ব ঘটেছে। তবে প্রক্রিয়া চলছে। চেয়ারপারসন ঢাকা মহানগর কমিটি ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি নিজেই এ বিষয়টি নিয়ে ভাবছেন। শিগগিরই মহানগর কমিট পুনর্গঠন করা হবে।'