ভারতীয় পররাষ্টমন্ত্রী সুষমা স্বরাজ বললেন, 'বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র দেখতে চায় ভারত।'
আজ শুক্রবার সকালে হোটেল সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক হয়। এর মধ্যে ১৫ মিনিট একান্তে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
সেখানে তাদের মধ্যে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। তিস্তা পানি বণ্টন, স্থল সীমান্তসহ বিভিন্ন অমিমাংসিত বিষয়ে খালেদা জিয়া উত্থাপন করলে সুষমা স্বরাজ আশ্বাস দেন দুই দেশের মধ্যে সকল অমিমাংসিত বিষয়ের সমাধান হবে।
বৈঠক শেষে হোটেল সোনারগাঁও লবিতে প্রেস ব্রিফিংয়ে শমসের মবিন বলেন, 'বৈঠকে সুষমা স্বরাজ বলেছেন, ভারত সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায়। কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয়।'
তিনি জানান, 'সুষমা আরও বলেছেন, ভারতের নতুন সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সার্কের মাধ্যেমে দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায়।'