তিন দিনের সফর শেষে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। আজ দুপুর দেড়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে নয়া দিল্লির উদ্দেশে রওনা করেন তিনি। বিমানবন্দরে ভারতের পররাষ্ট্র মন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক। বুধবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
সুষমা স্বরাজের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ও মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিনও ছিলেন। ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ আকবর উদ্দিন।
তিন দিনের সফরে সুষমা স্বরাজ সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে বৃহস্পতিবার সুষমা রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। আনুষ্ঠানিক বৈঠক হয়েছে পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গেও।
এছাড়া প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল শুক্রবার সকালে তার সঙ্গে দেখা করেন।