প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যা কিছু পেয়েছে তা কেবল আওয়ামী লীগের জন্যই পেয়েছে।
তিনি বলেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্মই হয়েছিল স্বাধীনতার জন্য। বাঙালিকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র দেওয়ার জন্য।
প্রধানমন্ত্রী আজ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে এসব কথা বলেন।
শেখ হাসিনা তার ভাষণে বলেন, আওয়ামী লীগের জন্ম, প্রতিষ্ঠা, সংগ্রাম ও আন্দোলন বাংলাদেশের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য। স্বাধীন জাতি হিসেবে বাঙালিকে মর্যাদা দেওয়ার জন্য।
তিনি বলেন, পলাশীর আম্রকাননে বাঙালির স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে সে সূর্যের নবোদয় ঘটিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং আ’লীগের অন্য নেতারা।