খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় থুকড়ো গ্রামে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' ফেরদৌস রহমান লিটু নামে এক চরমপন্থি নিহত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার থুকড়ো বাজারের তে- মাথায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল ২টা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নিহত লিটু ২০০২ সালে ৩৮টি মামলার আসামী হয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। দীর্ঘদিন জেলে থাকার পর ২০০৯ সালে সে জেল থেকে মুক্তি পায়। পরে এলাকায় ফিরে এসে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিনিষ্ট পার্টিকে সংগিঠত করছিল। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ঘের দখল চাদাঁবাজীর অভিযোগ উঠে তার বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় থুকড়ো বাজার এলাকায় একটি গাজার আড্ডা থেকে তাকে পুলিশ আটক করে।
তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হলে রাত ২টা দিকে থুকড়ো বাজারে তে-মাথায় আসলে লিটুর সহযোগিরা পুলিশের উপর গুলিবর্ষন করে। এ সময় পুলিশ পাল্টা গুলি করলে ফেরদৌস রহমান লিটু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান জানান, নিহত লিটুর নামে বর্তমানে হত্যাসহ ১৩টি মামলা আছে। ঘটনাস্থল থেকে একটি দেশী তৈরী বন্দুক, একটি সাটার গান এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।