ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে নারিয়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনের ত্রিমুখী সংঘর্ষে নির্মল দত্ত নামে একজন নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে পৌরসভার তারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মিয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের সমর্থকরা ওই কেন্দ্রটি দখল করতে আসে। এসময় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মজিবুর রহমান ভূঁইয়া এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থকরা তাদের বাধা দিয়ে সংঘর্ষ বাধে। এতে নির্মল দত্ত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
এদিকে পৌরসভার ১৩নং আটলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিকের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ গুলিবর্ষণ করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।