টাঙ্গাইলে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে বেসরকারি সংস্থার (এনজিও) তিন কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার জোগারচর কামাক্ষা মোড়ে শনিবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান রাজা জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক ও পিকআপভ্যানের চারজন নিহত হন। এ সময় একজন মারাত্মক আহত হন।
নিহতরা হলেন, পাবনার অনন্যা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল হামিদ (৪৭), প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান (৪৪), কর্মকর্তা আজিম উদ্দিন (৩৯) ও পিকআপভ্যানচালক মোস্তফা হোসেন (৩৩)। আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।