মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
আজ রবিবার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী কোনো প্রতিবেদন জমা না দেওয়ায় সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফান উল্লাহ আগামী ১৩ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।
২০১২ সালের ১২ ফেব্রুয়ারি সাগর-রুনি হত্যার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন নওশের আলম রোমান।
এ মামলার তদন্ত করতে ডিবি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। এর পর ডিবির কাছ থেকে র্যাবের কাছে তদন্তের দায়িত্ব হস্তান্তর করা হয়।