সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আয়কর ফাঁকির মামলার অভিযোগ (চার্জ) গঠনের শুনানি হয়েছে। চার বছর ৩ মাস অপেক্ষায় থাকার পর অবশেষে আগামী ৬ আগস্ট আদেশের দিন ধার্য করেছেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত।
আজ রবিবার অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি মোহা. কবির হোসাইন। চার্জ গঠনের বিপক্ষে শুনানি করেন বাবরের আইনজীবী টিএম আকবর। তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
বাবর এ মামলায় জামিনে থাকলেও ২১ আগস্ট মামলায় কারাগারে আটক আছেন।
শুনানি শেষে বিচারক রেজাউল ইসলাম আগামী ৬ আগস্ট আদেশ দানের জন্য দিন ধার্য করেছেন।