২০১৪-১৫ অর্থবছরের জন্য ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট পাস হয়েছে। একই সঙ্গে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগে ৩৮২ কোটি ৩৪ লাখ ১২১ টাকার মঞ্জুরি ও বরাদ্দ ও পাস হয়েছে।
আজ রবিবার দুপুরে জাতীয় সংসদের ১০ম জাতীয় সংসদ অধিবেশনে বাজেট পাস হয়। এর আগে মঞ্জুরি ও বরাদ্দের ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা মঞ্জুরি ও বরাদ্দ উত্থাপন করেন।
৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী হিসেবে ৮ম বাজেট ও মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেট উত্থাপন করেন। এ বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে অর্থ বিভাগ (১৮৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৫৯ টাকা), সর্বনিম্ন রাষ্ট্রপতির কার্যালয় (১ লাখ ৪৫ হাজার ৯শ টাকা)।